মুস্তাফিজ নাকি তাসকিন? বিসিবির এনওসি পেলেন শুধু একজন!

আইপিএলের মেগা নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটার দল পাননি। তবে কিছু বিদেশি ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জন্য সুযোগ তৈরি হয়েছে টুর্নামেন্টে খেলার।

মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স ও তাসকিনকে লাখৌনো সুপার জায়ান্টস দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তাদের খেলার অনুমতি (NOC) দেওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।

তাসকিনের আইপিএল যাত্রা প্রায় নিশ্চিত!
ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম জানিয়েছেন, বিসিবি তাসকিনকে এনওসি দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা আসতে কিছুটা সময় লাগবে। লাখৌনো সুপার জায়ান্টস তাদের ইনজুরিতে থাকা এক বিদেশি ক্রিকেটারকে স্কোয়াড থেকে সরানোর চেষ্টা করছে। যদি ওই ক্রিকেটার নিজে থেকে নাম প্রত্যাহার করেন, তাহলে তাসকিনকে দলে নেওয়ার পথ পুরোপুরি খুলে যাবে।

মুস্তাফিজের এনওসি অনিশ্চিত!
অন্যদিকে, মুস্তাফিজুর রহমানের এনওসি এখনো নিশ্চিত নয়। আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে বিসিবি পুরো আইপিএল মৌসুমের জন্য তাকে ছাড়তে রাজি নয়। কলকাতা নাইট রাইডার্স পুরো মৌসুমের জন্য এনওসি না পেলে মুস্তাফিজকে দলে নেওয়ার পরিকল্পনা বাতিল করতে পারে।

তাসকিনের আইপিএলে খেলার সম্ভাবনা জোরালো হলেও মুস্তাফিজকে নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।