সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হচ্ছে তাদের। এরই মধ্যে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার হাসান তিলকারাত্নে। তার জায়গায় নতুন প্রধান কোচ হয়েছেন অভিজ্ঞ সারোয়ার ইমরান।
এই বদলের ধারাবাহিকতায় নারী দলের ব্যাটিং কোচ হিসেবে বিসিবির প্রস্তাব পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। রোববার ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
নারী দলের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দায়িত্ব নেওয়ার পর কোচিং স্টাফে পরিবর্তন আনেন। এবার প্রধান কোচ সারোয়ার ইমরানের সুপারিশেই ব্যাটিং কোচের দায়িত্ব পেতে চলেছেন আশরাফুল।
এ বিষয়ে আশরাফুল বলেন, “কয়েক দিন আগে প্রস্তাব পেয়েছি। তবে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি অবশ্যই দায়িত্ব নেব। এটি আমার জন্য দারুণ সুযোগ।”
এদিকে, নারী দলের পেস বোলিং কোচ হিসেবে আগের সিরিজে দায়িত্ব পালন করা রবিউল ইসলামের ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, আশরাফুল ২০২4 সালে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গেও কাজ করেছেন তিনি। এবার জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়ে আরও বড় মঞ্চে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই সাবেক তারকা।