মোবাইলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন যেভাবে SixFair-এ

রাতে মাঠে নামছে বাংলাদেশ দল। জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরুর লক্ষ্যে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন-মুস্তাফিজরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই লড়াই।

গ্রুপ পর্বের সমীকরণ মেলানোর পর অবশেষে বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। এবার লক্ষ্য একটাই—জয়। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও চাপ থাকবে দুই দলের ওপরই।

মোবাইলে ম্যাচ দেখবেন SixFair-এ

সরাসরি খেলা দেখতে চান কিন্তু টিভির সামনে বসা সম্ভব হচ্ছে না? সমস্যা নেই। এখন থেকে আপনি সহজেই মোবাইল, ট্যাব বা স্মার্ট টিভি দিয়ে SixFair সাইট ব্যবহার করে ম্যাচ উপভোগ করতে পারবেন।

শুধু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা নয়—SixFair-এ পাওয়া যাবে জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের ম্যাচের লাইভ স্ট্রিমিং। ক্রিকেট, ফুটবল, হকি সহ নানা ধরণের স্পোর্টস দেখার সুযোগ থাকছে এক জায়গায়।

  • 📱 অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে মোবাইলে সরাসরি দেখা যাবে
  • 💻 SixFair ওয়েবসাইট থেকে অনলাইনে লাইভ ম্যাচ উপভোগ করা যাবে

কেন SixFair?

✅ বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের খেলা এক প্ল্যাটফর্মে
✅ সহজ লগইন ও ব্যবহার-বান্ধব ইন্টারফেস
✅ এইচডি কোয়ালিটি স্ট্রিমিং

আজ রাতের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উপভোগ করতে এখনই ভিজিট করুন সিক্সফেয়ার এ